00:00/00:00
随时随地任意搜索并下载全网无损歌曲
扫描右侧二维码下载歌曲到手机 

免费获取更多无损音乐下载链接
文本歌词
Ke Tui Bol - Arijit Singh (阿里吉特·辛格)
মন আমার তোর কিনারে
হারালো দিন দাহারে
সে তো আর মানছে না রে
এবার ভালোবাসতে আয়
মন আমার তোর কিনারে
হারালো দিন দাহারে
সে তো আর মানছে না রে
এবার ভালোবাসতে আয়
তোর ছায়ার সঙ্গী হবো
দু'হাতে প্রেম কুড়োবো
আমাকে চুপটি করে
মনের কথা বলতে আয়
আমি যেতে পারি
হেসেই পেরোতে পারি
অনেক অনেক অতল
তোর কথা ওঠে
আমার কপালে জোটে
দারুণ খুশির দল
কে তুই বল
কে তুই বল
কে তুই বল
কে তুই বল
উড়তে চাওয়ার ইচ্ছে হতেই
এলাম কাছে তোর
পুড়তে বসে তুই তাকালে
মনেরই শহর
একটু দূরেই ডাকছে জীবন
যাচ্ছি চলে তাই
ভাবছি তোকে আঁকছি কতো
রঙিন বাহানায়
যদি মনে ধরে
আমায় সঙ্গে করে
মেঘের মুলুকে চল
তোর কথা ওঠে
আমার কপালে জোটে
দারুণ খুশির দল
কে তুই বল
কে তুই বল
কে তুই বল
কে তুই বল
তোর আঁচলের গন্ধে আছে
চিনতে পারার সুখ
টানলে কাছে লজ্জাতে তোর
নেমেছে চিবুক
কল্পনাদের আসকারা দিই
ইচ্ছে গাছে জল
অল্প আলো অল্প ছাঁয়া
গল্প আমায় বল
আমি যেতে পারি
হেসেই পেরোতে পারি
অনেক অনেক অতল
তোর কথা ওঠে
আমার কপালে জোটে
দারুণ খুশির দল
কে তুই বল
কে তুই বল
কে তুই বল
কে তুই বল
মন আমার তোর কিনারে
হারালো দিন দাহারে
সে তো আর মানছে না রে
এবার ভালোবাসতে আয়
তোর ছায়ার সঙ্গী হব
দু'হাতে প্রেম কুড়োবো
আমাকে চুপটি করে
মনের কথা বলতে আয়
আমি যেতে পারি
হেসেই পেরোতে পারি
অনেক অনেক অতল
তোর কথা ওঠে
আমার কপালে জোটে
দারুণ খুশির দল
কে তুই বল
কে তুই বল
কে তুই বল
কে তুই বল
কে তুই বল
কে তুই বল
কে তুই বল
কে তুই বল